দক্ষিণ আমেরিকার পেরুর সুপে নদির একফালি সবুজ উপত্যকার গা ঘেঁষে শুকনো পাথুরে মরুভূমিতে একটি সভ্যতার ভগ্নাবশেষ পাওয়া গেছে। অঞ্চলটিকে ‘ক্যারাল-সুপে’ নামে চিহ্নিত করা হয়। ৬২৬ হেক্টর অঞ্চল জুড়ে ভগ্নাবশেষ ছড়িয়ে আছে। এই সভ্যতা ৫০০০ বছর পুরোন। দক্ষিণ আমেরিকায় এটি সবচেয়ে সবচেয়ে প্রাচীন সভ্যতা। ওলমেক সভ্যতা থেকে ২০০০ বছরের আগের সভ্যতা মধ্য আন্ডিজ পর্বতমালায় অবস্থিত।
এটি ইউনেস্কো ঘোষিত একটি হেরিটেজ সাইট। এখানকার জটিল স্থাপত্য নিয়ে গবেষণা চলছে। এখানে পাথরের তৈরি ছয়টি জটিল নকশার পিরামিড আছে। প্রতিটি পিরামিডের নিচে আছে একটি করে গোলাকার মঞ্চ। মঞ্চগুলির কিনারা পাথর দিয়ে নিঁখুত ভাবে বাঁধা এবং প্রতিটির মাঝখানে নিচু ও গোলাকার একটি সমতল। ধার্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যেই এই মঞ্চগুলি ব্যবহৃত হত বলেই ধারণা করা হয়।
গবেষকদের ধারণা ‘ক্যারাল-সুপে’ শহরের নকশাটি জটিল। ইনকা সভ্যতার আগেই এখানে ‘কিপু’ গিঁটের প্রচলন ছিল। ‘কিপু’ গিঁট দিয়ে তারা বিভিন্ন তথ্য নথিবদ্ধ করে রাখত বলে ধারণা করা হয়। গবেষকদের ধারণা ৩০০০ খ্রীষ্টপূর্বাব্দ থেকে ১৮০০ খ্রীষ্টপূর্বাব্দের মধ্যে এই অঞ্চলের স্থাপত্য ও বাস্তু নির্মান হয়েছিল।
এটি ইউনেস্কো ঘোষিত একটি হেরিটেজ সাইট। এখানকার জটিল স্থাপত্য নিয়ে গবেষণা চলছে। এখানে পাথরের তৈরি ছয়টি জটিল নকশার পিরামিড আছে। প্রতিটি পিরামিডের নিচে আছে একটি করে গোলাকার মঞ্চ। মঞ্চগুলির কিনারা পাথর দিয়ে নিঁখুত ভাবে বাঁধা এবং প্রতিটির মাঝখানে নিচু ও গোলাকার একটি সমতল। ধার্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যেই এই মঞ্চগুলি ব্যবহৃত হত বলেই ধারণা করা হয়।
গবেষকদের ধারণা ‘ক্যারাল-সুপে’ শহরের নকশাটি জটিল। ইনকা সভ্যতার আগেই এখানে ‘কিপু’ গিঁটের প্রচলন ছিল। ‘কিপু’ গিঁট দিয়ে তারা বিভিন্ন তথ্য নথিবদ্ধ করে রাখত বলে ধারণা করা হয়। গবেষকদের ধারণা ৩০০০ খ্রীষ্টপূর্বাব্দ থেকে ১৮০০ খ্রীষ্টপূর্বাব্দের মধ্যে এই অঞ্চলের স্থাপত্য ও বাস্তু নির্মান হয়েছিল।